নিম্ন আদালতেও তরিকুলের জামিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। ফাইল ছবি
নাশকতার চার মামলায় নিম্ন আদালত থেকেও জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে যশোর সদর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তরিকুল। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিম তা মঞ্জুর করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানান, গত মাসে তরিকুল ইসলাম উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের একটি বেঞ্চ তা মঞ্জুর করেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী তিনি আজ যশোর সদর আমলি আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির সময় যশোরে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা করে।

সাইফুল ইসলাম সজল, যশোর