কতকাল আইনশৃঙ্খলা বাহিনী ঘুমিয়ে থাকবে?
পুলিশের ভূমিকার ব্যাপক সমালোচনা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আর কতকাল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে এবং দেখবে একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অধ্যাপক ড. মিজানুর রহমান একের পর এক ব্লগার হত্যায় উদ্বেগ জানিয়ে এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু বলবে, ‘আমরা চেষ্টা করে দেখছি। চেষ্টা করে দেখছি কারা এটার সঙ্গে জড়িত।’ মোটিভ কিন্তু এক।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি প্রশ্ন রেখে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মোটিভ যদি এক হয়ে থাকে, এতগুলো হত্যাকাণ্ডের এত দিন পর্যন্ত আপনারা কী করে আসছেন? এর প্রতিটি প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। কেন মানুষকে এ রকম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হবে?’
সমাজে বিচারহীনতার সংস্কৃতি চালু থাকায় এ ধরনের নারকীয় ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন ড. মিজান।