ছোট যানবাহন চলাচল বন্ধ করায় দুর্ঘটনা কমে গেছে : সেতুমন্ত্রী
লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় এবং অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পর থেকে দুর্ঘটনা কমে গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় এ অভিযান পরিদর্শনে যান ওবায়দুল কাদের। লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আজ রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কের কুচিয়ামোড়া পয়েন্টে অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাদের কাগজপত্র ঠিক পাওয়া যায় মন্ত্রী তাঁদের একটি করে লাল গোলাপ ও রজনীগন্ধা ফুল উপহার দেন।
অভিযানকালে মো. আসলাম শেখ (৩২) নামের এক বাসচালককে সাত দিনের কারাদণ্ড এবং বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তিনটি মামলা রুজুসহ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।