কুড়িগ্রামে কাপড়পট্টিতে আগুন, পুড়ে গেছে ১২টি দোকান
কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুনে ১২টি কাপড়ের দোকান ও গুদাম পুড়ে গেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা। এ সময় উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিকসের পেছন দিক থেকে আজ ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ও সাতটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবগুলো দোকানের পেছনের দিকের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে।
কুড়িগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, কাপড়পট্টিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে কুড়িগ্রামের দুটি ইউনিট, উলিপুরের দুটি ইউনিট, নাগেশ্বরীর একটি ইউনিট এবং লালমনিরহাটের দুটি ইউনিট যৌথভাবে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।