গজারিয়ায় পিকআপ উল্টে নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে ঢাকা থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জগামী হলুদ রঙের (ঢাকা মেট্রো-ন-১১-৯৫৬৫) পিকআপ ভ্যান আলীপুরা বাসস্ট্যান্ডে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক মো. খলিলসহ (৩২) চারজন নিহত হয়। আহত হন আরো তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী। ঢাকায় মাছ বিক্রি করে তাঁরা কুমিল্লা যাচ্ছিলেন। পুলিশ লাশগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে চালক খলিল ছাড়া অন্য কারো পরিচয় জানা যায়নি।