পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে পাঁচটি ইউনিয়ন গঠনের দাবি
পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ৩৬ ছিটমহল নিয়ে পাঁচটি ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছেন নাগরিক অধিকার সমন্বয় কমিটি।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক অধিকার কমিটি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। এ কমিটিই আগে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি হিসেবে কাজ করেছিল।
সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মফিজার রহমান গাড়াতিতে, নাজিরগঞ্জ-দইখাতা নিয়ে একটি, শালবাড়ি-কাজলদীঘি-নাটকটোকায় একটি, বেহুলাডাঙ্গায় একটি, দহলা খাগড়াবাড়িতে একটি এবং বালাপাড়া ও কোটভাজনী নিয়ে একটি করে মোট পাঁচটি ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য সরকারের কাছে দাবি জানান।
এ সময় নাগরিক অধিকার সমন্বয় কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নাগরিক অধিকার সমন্বয় কমিটি একই দাবিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে একটি স্মারকলিপি দেয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পাঠানোর আশ্বাস দেন।