চট্টগ্রামে পেট্রলবোমাসহ ৩ শিবিরকর্মী আটক
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত বাকলিয়া থানার বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ল্যান্ডমার্ক আবাসিক এলাকার একটি ফ্লাট থেকে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, আটক শিবিরকর্মীদের থানা হাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।