রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছে : প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে অপরাধ করছে। রোহিঙ্গারা যেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে না পারে সেজন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নুরুল ইসলাম বিএসসি এসব কথা বলেন। সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা ইসহাক মিয়া, উত্তর জেলা সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বক্তব্য দেন।
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘প্রতিদিন দুজন করে প্রবাসে শ্রমিক নিহত হচ্ছে।’ প্রবাসী শ্রমিকদের লাশ আনার সময় বিমানবন্দরে ২৫ হাজার টাকা ও দুই মাসের মধ্য তিন লাখ টাকা প্রদান করা হবে বলে তিনি জানান।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরো বলেন, ‘সৌদি আরবে ২০ হাজার দক্ষ শ্রমিকের চাহিদা থাকলেও বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র তিন হাজার শ্রমিক। আর অস্ট্রেলিয়ায় বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক না থাকায় এ বাজারও হারাতে হচ্ছে।’ এ ছাড়া মালয়েশিয়ায় ৬০ হাজার টাকায় শ্রমিক যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান মন্ত্রী।
দক্ষ শ্রমিকের অভাবে বাংলাদেশ শ্রমবাজার হারাচ্ছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, ‘শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণকেন্দ্র করব।’ তিনি আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মানবসম্পদ রপ্তানির বিপুল পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও দক্ষ জনবল গড়ে না উঠায় এ সুযোগ কাজে লাগাতে পারছে না সরকার।’ এ ক্ষেত্রে আগের ৪১টি প্রশিক্ষণকেন্দ্র থেকে বাড়িয়ে ৭১টি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের কথা জানান তিনি।