শিমুলিয়াঘাটে যানবাহনের দীর্ঘ সারি, দুর্ভোগ
শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে শিমুলিয়াঘাটে পারাপারের জন্য পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারাপারের জন্য যানবাহনের লাইন দীর্ঘায়িত হচ্ছে। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ডুবোচর জেগে ওঠায় রো রো ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে। শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ১৮টি মাঝারি ও ছোট ফেরি চলাচল করলেও সেগুলোতে যানবাহন কম পারাপার হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ গাড়ি। পদ্মায় নাব্যতা সংকটে রো রো ফেরি বন্ধ থাকায় ছোট ফেরিগুলো ৪০ শতাংশ কম গাড়ি নিয়ে পারাপার করছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইউনুস জানান, সকাল থেকে গাড়ি পারাপারের চাপ রয়েছে। সারিবদ্ধভাবে গাড়ি ফেরিতে ওঠানো হচ্ছে। দীর্ঘ লাইনে নাইটকোচ, বাস, মিনিবাস, প্রাইভেটকারসহ পাঁচ শতাধিক গাড়ি রয়েছে।