ট্রাককে মোটরসাইকেলের ধাক্কা, কনস্টেবল নিহত

মাগুরার আলমখালী রামনগর এলাকায় শুক্রবার সকালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হন। ছবি : এনটিভি
মাগুরার আলমখালী রামনগর এলাকায় ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আমিরুল ইসলাম। তিনি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার রাজধরপুর গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আলমখালী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলটি ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশ সদস্য আমিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়।