তুলসী হত্যার বিচার বাবিতে হরিজনদের কর্মবিরতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/16/photo-1439739027.jpg)
পাবনায় হরিজন সম্প্রদায়ের যুবক তুলসী চন্দ্র দাসকে (২৫) পিটিয়ে হত্যার বিচারের দাবিতে পাবনাসহ সারা দেশে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। তারা হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনসহ ১০ আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
আজ রোববার দেশের প্রায় ১৫ লাখ হরিজন ৬৪ জেলার ৪৬০টি উপজেলা এবং সব পৌরসভা ও সিটি করপোরেশনে কাজ থেকে বিরত থাকে।
হরিজন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি সুবল কুমার দাস ও সাধারণ সম্পাদক কবিরাজ হাড়ী সাংবাদিকদের জানান, দেশের সাত সিটি করপোরেশনসহ সারা দেশে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৫ লাখ সদস্য কর্মবিরতি পালন করেন।
গত ২ আগস্ট হরিজন সম্প্রদায়ের যুবক তুলসীকে পিটিয়ে হত্যার ঘটনায় তুলসীর বাবা শাওন চন্দ্র দাস বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন, তাঁর বাবা কে এম হাসান হীরা, চাচা জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল হান্নান, অপর চাচা ফরহাদ ও ছাত্রলীগকর্মী সোহেলসহ ১১ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করেন। কিন্তু পুলিশ হীরা ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ৮ আগস্ট পাবনায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণ লাল, মহাসচিব নির্মল চন্দ্র দাস, হরিজন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি সুবল কুমার দাস, সাধারণ সম্পাদক কবিরাজ হাড়ী অবিলম্বে তুলসী দাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে ছিল ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১২ আগস্ট পাবনা টাউন হল মাঠে স্বাক্ষর সংগ্রহ অভিযান, ১৬ আগস্ট দেশব্যাপী সব অফিস আদালতে কর্মবিরতি পালন, ১৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং ২০ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সব জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
গত ১ আগস্ট পাবনা শহরের নিয়ম ফুড লিমিটেড কারখানায় সাইকেল চুরির অভিযোগে পরিচ্ছন্নকর্মী তুলসী চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রুমনসহ তাঁর বাবা, চাচাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ এজাহারভুক্ত আসামি কে এম হাসান হীরাকে গ্রেপ্তার করে।