মহাসড়ক ও সেতুর টোল কমবে : নৌমন্ত্রী
দেশের মহাসড়ক ও সেতুর বাড়তি টোল কমানো উচিত বলে মনে করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, চলতি মাসের মধ্যে বাড়তি টোল কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে আগামী ২১ আগস্টের পর সড়ক ভবনে সমন্বয় সভার কথা আছে বলে তিনি জানান।
আজ রোববার সকালে চট্টগ্রাম বন্দর রেস্ট হাউসে সড়ক পরিবহন শ্রমিকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নৌমন্ত্রী শাজাহান খান ।
শাজাহান খান বলেন, দেশের নৌপথ সচল রাখতে আগামী দুই বছরের মধ্যে মন্ত্রণালয় আরো ২০টি ড্রেজার কিনবে। এর মধ্যে নয়টি ড্রেজার হবে ২৬ ইঞ্চির। আর ছয়টি ড্রেজার ২০ ইঞ্চি মাপের হবে। এখনো মন্ত্রণালয়ের অধীনে যেসব ড্রেজার আছে তা ১৮ ইঞ্চি পরিমাপের।
নৌমন্ত্রী জানান, ২৬ ইঞ্চি ড্রেজার কেনার পর নৌপথ সচল রাখার কাজ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরকে গতিশীল করতে পুরনো ক্রেন বাদ দিয়ে নতুন ক্রেন কেনা ছাড়া আরো ১০টি গ্যান্টিক্রেন কেনার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
আগামী ২০২৩ সালের মধ্যে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের কাজ পুরোপুরি শেষ হবে জানিয়ে নৌমন্ত্রী বলেন, সব ধরনের ব্যবস্থাসহ ২০১৮ সালের মধ্যে পায়রা বন্দরে আড়াই হাজার কিলোমিটার জেটি নির্মাণের কাজ শেষ হবে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ড্রেজিং নিয়ে সমস্যায় পড়ে যাওয়ার কথা উল্লেখ করে নৌমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করায় তারা মামলা করেছে।