পাবনায় ছাত্রদলের দুই নেতা কারাগারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/16/photo-1439740321.jpg)
নাশকতা মামলায় পাবনার দুই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে আমলি আদালত ১-এ হাজির হয়ে এ দুই নেতা জামিন আবেদন করলে বিচারক কামরুল হাসান খান জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এঁরা হলেন পাবনা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয় (২২) ও এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা রুমন আকতার (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।