চাঁদপুরে আসামি ধরতে গিয়ে হামলা, পাঁচ পুলিশ আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439902716.jpg)
চাঁদপুরের হাইমচর উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চেককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ওই এলাকায় ফের অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রিপন (২৮) ও বিল্লাল (২৯)। তাঁরা ইয়াবা ব্যবসায়ী জসিমের লোকজন বলে দাবি করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) ইউনুস, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ, আনোয়ার, আবুল কালাম ও কনস্টেবল হালিম। তাঁদের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ অলি জানান, গতকাল রাত ১২টার দিকে চেককান্দি এলাকায় এসআই ইউনুসের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ জসিমকে আটক করা হয়। এ সময় জসিমের লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের একটি শটগান ও জসিমকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুড়ে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর রাতেই ওই এলাকায় ফের অভিযান চালিয়ে পুলিশ রিপন ও বিল্লালকে আটক করে।
ওসি আরো জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা করেছে।