বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় একটি ভবন নির্মাণকাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শহরের সিপাহিপাড়ার মানিক (২৪) ও তাঁর ভাই মো. মতিন (৩০) এবং মোজাম্মেল হক (৩৫)। আহত ব্যক্তিরা হলেন বিজয় (২০) ও সবুজ (২৫)।
আহত ব্যক্তিরা জানান, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিঙ্গাভাঙ্গা এলাকার আশরাফ উদ্দিনের বাসায় ভবন নির্মাণের কাজের সময় তাঁরা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার পরপর লোকজন তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক এনামুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভবনের মালিক আশরাফ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ভবন মালিকের কোনো দোষ নেই। আজ বিকেলে ভবনের তিনতলায় ঢালাইয়ের জন্য রড বাঁধাইয়ের কাজ করার সময় বড় একটি রড পাশেই ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি তারের ওপর পড়ে। ওই রড ধরে থাকায় পাঁচ নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন দুজন।