চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট
চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনারের জট সৃষ্টি হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত কন্টেনার পড়ে থাকায় আমদানি-রপ্তানি পণ্যের জাহাজীকরণসহ খলাস কাজ ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো খালি কন্টেনার ধারণ ক্ষমতা সাড়ে পাঁচ হাজার। ঈদ পরবর্তী সময়ে এ সংখ্যা সাড়ে নয় হাজারে উঠে যায়। এ নিয়ে শিপিং এজেন্টদের দফায় দফায় তাগিদ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ সংকট কাটাতে চার গুণ হারে ‘দণ্ড ভাড়া’ আরোপ করে বন্দর কর্তৃপক্ষ। এর ফলে একেকটি খালি কন্টেইনারের ওপর অবস্থানের সময় ভেদে দিনে ছয় থেকে ২৪ ডলার সাধারণ ভাড়ার উপর চার গুণ দণ্ড আরোপ করা হয়।
চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম এনটিভি অনলাইনকে জানান, দণ্ড ভাড়া আরোপের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রায় এক হাজার কন্টেনার ইয়ার্ডগুলোতে রয়ে গেছে।
অপরদিকে বন্দরে কন্টেনার জট নিরসন না হওয়ায় নতুন করে খালি কন্টেইনার গ্রহণ বন্ধ রাখায় বেসরকারি কন্টেনার ইয়ার্ডগুলোতে জট পরিস্থিতি তীব্র বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইয়ার্ড মালিকরা।