সুন্দরগঞ্জ উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/14/photo-1518615081.jpg)
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ শূন্য আসনে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী।
আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবর রহমান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এই মনোনয়নপত্র গ্রহণ করেন ।
এই পাঁচ প্রার্থী হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী, জাতীয় পার্টির নেতা শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ, গণফ্রন্ট নেতা শরিফুল ইসলাম, ন্যাপ নেতা জিয়া জামান খান। এঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী এই আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন।
এই আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে তাঁর নিজের বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা নির্বাচিত হন। তবে সড়ক দুর্ঘটনায় তিনিও নিহত হলে আগামী ১৩ মার্চ দ্বিতীয় দফা উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে অংশ নিতে আজ মনোনয়নপত্র জমা দেন পাঁচ প্রার্থী।