২২ হাজার স্কুলে সততা সংঘ হবে : দুদক চেয়ারম্যান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/19/photo-1439995451.jpg)
দেশের ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন করা হবে। নিজেদের দুর্নীতি থেকে দূরে রাখা এবং দুর্নীতি প্রতিরোধ করাই হবে সততা সংঘের কাজ।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) মো. বদিউজ্জামান আজ বুধবার সকালে খুলনা সার্কিট হাউজে শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। নাগরিক সেবা নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য খুলনা বিভাগীয় প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, ২২টি জেলা থেকে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় দুদক কার্যালয় স্থাপন করা হবে। এর ফলে জনগণ তাদের অভিযোগগুলো সহজে দুদককে জানাতে পারবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দুর্নীতির র্যাঙ্কিং থেকে আমরা সামান্য মাত্র এগিয়েছি। সবার সহযোগিতা নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোকে শক্তিশালী করে এবং সততা সংঘকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সেমিনারে জানানো হয়, প্রশাসনে শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ। রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার কৌশলপত্র একটি আন্দোলন।
সেমিনারে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, সময় মতো দপ্তরে আসা, সেবা প্রত্যাশীদের সঙ্গে ভালো আচরণ ও সময় মতো সেবা প্রদান, ধর্মীয় অনুশাসন মেনে চলা, সর্বোপরি পরিবারের সদস্যদের মধ্যে সততার চর্চাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।