চট্টগ্রামে পেট্রলবোমাসহ আটক ৩
চট্টগ্রামের সাতকানিয়া থেকে তিনটি পেট্রলবোমাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কারাঙ্গিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পেট্রলবোমাসহ তিন ব্যক্তিকে আটক করে।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাইমুল হাসান। তিনি বলেন, আটক ব্যক্তিদের সাতকানিয়া থানায় রাখা হয়েছে।