মোটর সাইকেল চুরি, এক ছাত্রসহ আটক ২
চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাকলিয়া সৈয়দ শাহ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, বাকলিয়া সৈয়দ শাহ রোডের ঝিনুক ভবন থেকে মোটরসাইকেল চুরি হয়। ভবনের বাসিন্দা আব্বাস ফারুকের অভিযোগে অভিযান চালিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম নীরব ও মোবাইল মেকানিক শামীম মান্নানকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক দুজন বাকলিয়ায় একটি মেসে থাকেন। তাঁরা ফেনীর মহিপাল থেকে একটি মোটরসাইকেল চুরি করেন। কয়েক সপ্তাহ আগে নগরীর বিপণিবিতান থেকে আরো একটি মোটরসাইকেল চুরির কথাও স্বীকার করেছেন তাঁরা।