পথে পাওয়া শিশুর স্বজনের খোঁজে ১০ বছর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/25/photo-1440490311.jpg)
ছবি : এনটিভি
কখনো কখনো কল্পনা হার মানে বাস্তবতার কাছে, তবে কল্পনায় যা এক নিমেষে করে ফেলা যায়, বাস্তবতায় ততটা নয়। তবুও পথচলা থামে না। তেমনই একজন চট্টগ্রামের অটোরিকশাচালক শাহেদ। পাঁচ বছর বয়সে কুড়িয়ে পাওয়া ইয়াসমিন নামের এক শিশুকন্যাকে নিয়ে ১০ বছর অবিরাম সংগ্রাম করে চলেছেন তিনি।
চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ দুর্ঘটনায় বাবা-মাহারা, বেঁচে যাওয়া মেয়েটিকে কে বা কারা রেখে যায় রাজধানীর এক সড়কে। সেখান থেকে শুরু। এর পর মানসিক বিপর্যস্ত ও স্মৃতিভ্রষ্ট মেয়েটির ভরণপোষণ, সাধ্যমতো চিকিৎসা-পড়াশোনা আর স্বজনদের সন্ধানে বছরের পর বছর ছুটে চলা।
বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে শওকত করিমের ডেস্ক রিপোর্টে—