সাগরে মাছধরার ট্রলারে ডাকাতি, ৫০ জেলে অপহৃত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/25/photo-1440514183.jpg)
পটুয়াখালীর কুয়াকাটা থেকে সুন্দরবনের বয়া পর্যন্ত গভীর সাগরে অর্ধশত মাছধরার ট্রলারে ডাকাতি করে তিনটি ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্যজীবী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। তিনি জানান, ডাকাতির পর তিনটি ট্রলারে করে ৫০ জেলেকে নিয়ে জলদস্যুরা সুন্দরবনের কলাতলা খালে প্রবেশ করেছে বলে সাগরে অবস্থানরত অন্য ট্রলারের জেলেরা জানিয়েছে। এখন পর্যন্ত অপহৃতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ ব্যাপারে কোস্টগার্ডের কাছে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি বলে জানিয়েছে ভোলা আঞ্চলিক ক্যাম্প। তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, সুন্দরবন এলাকার সাগরে মাছধরার সময়ে মহিপুরের তিনটি ট্রলার ছিনতাই করে ওই ট্রলারগুলো দিয়ে জলদস্যুরা ডাকাতি করেছে বলে তিনি পাথরঘাটা থেকে জানতে পেরেছেন।