বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবি
বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনার ৬৫টি ব্যবসায়ী সংগঠন। এ দাবিতে আজ বুধবার খুলনা সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি পালন করেছে এসব সংগঠন।
পরে সিটি করপোরেশন মেয়রের কার্যালয়ে ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি জানিয়েছে এসব সংগঠন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই সময় খুলনা চেম্বারের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বক্তারা দাবি করেন, মন্ত্রণালয় এই লাইসেন্স ফি বৃদ্ধি করলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশন এই বৃদ্ধি কার্যকর করেনি।
সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সিটি মেয়র মনিরুজ্জামান মনির কার্যালয়ে গিয়ে ৬৫টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের স্বাক্ষর করা স্বারকলিপি প্রদান করেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা