ধানের চাতালে গাঁজা গাছ, দুজনকে কারাদণ্ড
গাঁজার গাছ রোপণ করার দায়ে রাজবাড়ীতে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গাঁজা বিক্রির অভিযোগে একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রাজবাড়ীর ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মো. মাহবুবুল আলম আজ শনিবার বিকেলে এ রায় দেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ও পুলিশ সুপার জিহাদুল কবির উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আমিরুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী বিসিক শিল্প নগরীর আরিফ ফুডস নামের একটি ধানের চাতালের ভেতরে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ মতিলাল সরকার (৪৮) ও রাজ্জাক শেখকে (৪৫) আটক করা হয় এবং দৌলতদিয়ার পুড়াভিটা থেকে ১৫ পুরিয়া গাঁজাসহ সেলিমকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মতিলাল সরকার ও রাজ্জাক শেখকে এক বছর করে কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং সেলিমকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।