কুমিল্লায় পারিবারিক কবরস্থানে কাজী জাফরকে দাফন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/29/photo-1440864331.jpg)
প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নয় দফা জানাজা শেষে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চিওড়া গ্রামে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
urgentPhoto
গত বৃহস্পতিবার সকালে কাজী জাফর আহমেদ মারা যান। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে তাঁর প্রথম জানাজা হয়। এরপর বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয়, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও বাদ আসর গুলশানের আজাদ মসজিদে চতুর্থ জানাজা হয়।
আজ শনিবার কাজী জাফর আহমেদের লাশ কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনা হলে শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় জমায় দলমতনির্বিশেষে সব স্তরের জনগণ। আজ বেলা ১১টা ৫৫ মিনিটে সেখানে মরহুমের পঞ্চম জানাজা হয়। এতে অংশ নেন কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম ও জেলা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মাহবুব চৌধুরীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
জানাজা শেষে ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা।
দুপুর ১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সুয়াগাজি এলাকায় কাজী জাফরের ষষ্ঠ জানাজা ও দুপুর ২টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে সপ্তম জানাজা হয়। বিকেল ৫টায় চিওড়া বেগম ফয়জুন্নেসা হাইস্কুল মাঠে মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে এখানে তাঁর অষ্টম জানাজা হয়। মাগরিবের নামাজের পর চিওড়া গ্রামে পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে নবম জানাজা হয়।
এসব জানাজায় ফেনীতে আওয়ামী লীগদলীয় সদস্য সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র জাপা নেতা আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত হয়।