মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাস পুকুরে, নিহত ১

মাগুরা সদর উপজেলার পাজাখোলায় দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাস। ছবি : এনটিভি
মাগুরা সদর উপজেলার পাজাখোলায় আজ রোববার যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে গিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী বকুল মোল্যা (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ রোববার বিকেলে গঙ্গারামপুর থেকে মাগুরা আসার পথে পাজাখোলা নামক স্থানে মাগুরা-নড়াইল সড়কে একটি লোকাল যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন আবস্থায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বকুল মোল্যা আজ রাত সাড়ে ৯টার দিকে মারা যান। তাঁর বাড়ি মাগুরা সদরের কর্চাডাঙ্গায়।