শিমুলিয়া-কাওরাকান্দি রুটে বড় ড্রেজারে পলি অপসারণ
মুন্সীগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে চায়না সিনেহাইড্রো কোম্পানির বড়-শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ও পলি অপসারণ শুরু হয়েছে।
শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বড় ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, নদী শাসনে যেখানে যে পরিমাণ পলি অপসারণ প্রয়োজন, সেখানেই নদী খনন করা হবে। এরই মধ্যে পদ্মা সেতু বিভাগসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে ফেরি রুটে সার্ভ কাজ চালানো হয়েছে।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান বলেন, ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি ড্রেজার দিয়ে পদ্মার পলি খনন করা হবে। এরই মধ্যে একটি ড্রেজার দিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কাজ শুরু হয়েছে।’
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী আরো জানান, লৌহজং টার্নিং পয়েন্টে পাঁচ থেকে ছয় লাখ ঘন মিটার পলি অপসারণ করা হবে। চায়না কোম্পানিরা প্রতিটি ড্রেজার প্রতিদিন ২৫ হাজার ঘন মিটার মাটি অপসারণ করতে সক্ষম। এতে করে দুই সপ্তাহের মধ্যে খননকাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বিআইডব্লিউটিএর চারটি ড্রেজার দিয়ে খননকাজ করা হচ্ছিল। কিন্তু পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে সেগুলো দিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।