মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি
পদ্মার পানি কমতে শুরু করায় মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখনো পদ্মার পানি ভাগ্যকূল পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো পানিবন্দি রয়েছে তিন উপজেলার হাজার হাজার মানুষ।
এ ছাড়া তীব্র স্রোতের কারণে টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার কয়েকটি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে পদ্মা পারের মানুষদের।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ,পদ্মার আকস্মিক ভাঙনে তারা সব হারিয়ে পথে বসেছে। বাপ-দাদার ভিটে-মাটি হারিয়ে তারা এখন দিশেহারা। এখনো ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, এ বছর পদ্মার পানি বৃদ্ধি আশঙ্কাজনক নয়। আগামী দু-একদিনের মধ্যে নদী তীরের নিচু এলাকার পানি নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।