আরাকান আর্মি সন্দেহে আটক দুজন ফের রিমান্ডে

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তার মংচু অং মারমা, যশো অং মারমাকে রাঙামাটির আমলি আদালতের বিচারিক হাকিম কাজী মো. মোহসেনের আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। সেই রিমান্ড আজ শেষ হয়।
অপরদিকে একই ঘটনায় গ্রেপ্তার অং নং ইয়ং রাখাইন (২৫) বিচারিক হাকিম কাজী মো. মোহসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁকেও পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগ এনেছিল পুলিশ।
অং নং ইয়ং রাখাইন আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততা এবং বাংলাদেশে প্রবেশের বিষয়ে জানিয়েছেন বলে এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) চিত্তরঞ্জন পাল।
এর আগে গত ২৭ আগস্ট রাজস্থলী উপজেলার তাংতংপাড়া কলেজ রোডের একটি সুরম্য বাড়ি থেকে অং নং ইয়ং রাখাইনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ঘোড়া, মোটরসাইকেল, ল্যাপটপ, ক্যামেরা, আরাকান আর্মির পোশাক উদ্ধার করা হয়।
এর একদিন পর ২৮ আগস্ট একই উপজেলা থেকে বাড়িটির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও যশো অং মারমাকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাজস্থলী থানায় পৃথক দুটি মামলা করা হয়।
গত ৩০ আগস্ট তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুটি মামলার আসামি বাড়ির মালিক ডা. রেনিন সোয়ে পলাতক আছেন।