শাবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/03/photo-1441299595.jpg)
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্যাম্পাসের হাদী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন থেকে সরকারের উচ্চমহলের কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানান শিক্ষকরা। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর এ রকম হামলা যেন আর কখনো না হয় সে আশা করা হয়। পাশাপাশি যেসব শিক্ষক হামলায় লাঞ্ছিত হয়েছেন তাঁদের প্রতি সহমর্মিতা জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক সরদার শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সারওয়ার জাহান। এ সময় সমিতির সদস্যসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।