বিচার বিভাগ মুক্ত হয়নি : খন্দকার মাহবুব
যে উদ্দেশ্য নিয়ে প্রশাসন থেকে বিচার বিভাগকে মুক্ত করা হয়েছিল, তা এখনো কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন আইনজীবী নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় তিনি বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের প্রভাবকে সমস্যার কারণ বলে অভিযোগ করেন।
urgentPhoto
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আজ শুক্রবার সকালে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। সভাটির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে বিচার বিভাগকে প্রশাসন থেকে মুক্ত করা হয়েছিল। সেই বিচার বিভাগ প্রশাসন থেকে মুক্ত হয়নি। আজও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে। আমি বারবার বলেছি, বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় করা হোক। কিন্তু সেটি করা হয়নি।’
‘আইন মন্ত্রণালয় বিচারকদের বদলি, তাদের পদোন্নতি সব কিছু করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। প্রধান বিচারপতি যে চেষ্টা করছেন, কিন্তু তিনি কীভাবে করবেন? তাঁকে জনবল দেওয়া হয়নি। তাঁকে অর্থনৈতিকভাবে সব ধরনের সুবিধা দেওয়া হয়নি। দেশের অনেক জায়গায় বিচারকদের বসার জায়গা নেই। ২৮ লাখ মামলা আজকে মুলতবি। বিচারের অপেক্ষায় রয়েছে। মানুষ হতাশাগ্রস্ত।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা রাজনৈতিক প্রসঙ্গে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যেদিন ক্ষমতায় আসবে সেদিনই হবে তারেক রহমানের কারামুক্তি দিবস।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী কবির চৌধুরী, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।