পাপিয়া পুলিশ রিমান্ডে
নাশকতার দুটি মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বিএনপির এ নেত্রীকে পল্টন থানায় নেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার সূত্রে জানা গেছে, ১০টি মামলায় জামিন লাভের পর সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে আরো চার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
পল্টন থানার দুটি মামলায় তাঁকে দুদিন পুলিশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাঁকে রাজধানীর পল্টন থানার নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে থানায় পৌঁছান বলে জানান তদন্ত কর্মকর্তা।
কাশিমপুর মহিলা কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রজনী গন্ধ্যা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রয়েছেন পাপিয়া। পাপিয়া ১৬ জুন বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন এবং পল্টন থানার পাঁচটি, মিরপুরের তিনটি ও লালবাগের এক মামলায় জামিনের আবেদন করেন। তখন আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁর বিরুদ্ধে নাশকতার আরো একটি মামলা হয়। সম্প্রতি আদালত ওই ১০টি মামলায় জামিন দেন।
এরই মধ্যে পল্টন থানায় দুটি, মতিঝিল থানায় একটি ও শাহবাগ থানায় আরো একটি মোট চারটি মামলায় পাপিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করে। পরে আদালত পল্টন থানার দুটি মামলায় রিমান্ড মঞ্জুর করেন বলে জানান একটি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

নাসির আহমেদ, গাজীপুর