রাজবাড়ীতে গলাকেটে যুবক খুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ডিম্বল (২০)। তিনি ভাগলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, ডিম্বল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, শুক্রবার রাতে ডিম্বলের বাড়ির অদূরে জনৈক আজিবরের ইটভাটার কাছে একটি নির্জন জায়গায় তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ডিম্বলের প্রতিপক্ষ দল তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি- সার্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।