রাজবাড়ীতে সপ্তাহব্যাপী কৃষিমেলা উদ্বোধন
‘ফল খাই বল পাই, আসুন সবাই গাছ লাগাই’ স্লোগানকে সামনে রেখে শনিবার থেকে রাজবাড়ী আজাদী ময়দানে সাতদিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে এ উপলক্ষে সচেতনতামূলক এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিবাস দেবনাথ, বন বিভাগের কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ ১৪ দলের নেতা, জনপ্রতিনিধি এবং তৃণমূল পর্যায়ের কৃষক নেতারা বক্তব্য দেন।
পরে সংসদ সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও ৩০০ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।