সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, ভোগান্তি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার পাঁচ উপজেলা কাজীপুর, বেলকুচি, চৌহালী, সদর ও শাহজাদপুরের ৩১টি ইউনিয়নের শতাধিক গ্রামের অন্তত কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসনের আওতাধীন বন্যা তদারকি কেন্দ্র থেকে এসব তথ্য জানা গেছে।
যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব গ্রামে নতুন করে পানি উঠতে শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে নদীভাঙন। চরম দুর্ভোগে পড়া এ অঞ্চলের মানুষ নিরাপদ জায়গায় সরে যাচ্ছে। ফলে বারবার বাড়িঘর ছাড়ার কারণে তাদের ভোগান্তি এখন চরমে। এসব এলাকায় শুকনা খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজি চাষাবাদ।
এদিকে, গতকাল শনিবার সকালে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিন টন চাল বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ জাতীয় সমন্বয়ক পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক ও ১৪টি প্রকল্পের সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজুন চামবগুং, চেয়ারম্যান শাহাদত হোসেন প্রমুখ।

অসীম মন্ডল, সিরাজগঞ্জ