ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/20/photo-1424439722.jpg)
আজ শুক্রবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি : কাজী রাশেদ
চলমান অবরোধের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে কুমিল্লার তীরচর থেকে কোরপাই পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় যানজট শুরু হয়। বিকেল ৩টার দিকে চান্দিনার মাধাইয়া থেকেও যানজটের সৃষ্টি হয়। রাত ৮টায় এ যানযট বিস্তৃত হয়েছে ইলিয়টগঞ্জ থেকে নিমসার পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ আসাদ এনটিভিকে জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং চান্দিনার মাধাইয়া অংশে চার লেনের রাস্তার কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে।