সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান হাসান সরকারের

সব বাধা-বিপত্তি ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাল মঙ্গলবার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
ভোটারদের উদ্দেশে হাসান সরকার বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। এটি আমার জীবনের শেষ নির্বাচন। আগামীতে আর হয়তো কোনো মুক্তিযোদ্ধাকে আপনারা জনপ্রতিনিধি হিসেবে পাবেন না। আমি বিগত দিনে সততার সাথে রাজনীতি করে গাজীপুরবাসীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছি। এই বিশেষ বয়সে আপনারাও আমার ইজ্জত রক্ষা করবেন বলে বিশ্বাস করি।’
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর উদ্দেশে হাসান উদ্দিন সরকার বলেন, ন্যূনতম সুষ্ঠু ভোট হলে আমাদের বিজয় সুনিশ্চিত। তাই ভোটকেন্দ্র দখল ও কারচুপি প্রতিরোধে কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থান গ্রহণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
হাসান উদ্দিন সরকার আজ সোমবার দিনব্যাপী নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করেন। তিনি প্রতিটি ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান সরকার সোমবার বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, গত ২০ জুন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী মাঠে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বরং ওই মতবিনিময় সভার দিন থেকেই ২০ দলীয় জোট নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, যা এখনো অব্যাহত আছে। রোববার রাতেও ১৮ জন নেতাকর্মীকে পুলিশ ও র্যাব সদস্যরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখনো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ২০ দলীয় জোটের ৯৩ জন নেতাকর্মীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
হাসান সরকার বলেন, আওয়ামী লীগ কারচুপি বা ভোট ডাকাতি করলে অনন্তকাল তারা এই কলঙ্ক বহন করবে। ইতিহাস তাদের ক্ষমা করবে না।
গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার পাঁচ লাখ ৬৭ হাজার ৮০১ জন।