পানিতে ডুবে ১০ শিশুর মৃত্যু
গাজীপুর, জামালপুর, রাজশাহী ও মানিকগঞ্জে পানিতে ডুবে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় গত দুই দিনে তিনটি বিলের পানিতে ডুবে চার শিশু-কিশোরের মৃত্যু হয়। বন্যার পানিতে ডুবে আজ সোমবার জামালপুরে তিন ও মানিকগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন আজ রাজশাহীর পবা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নাসির আহমেদ, গাজীপুর : এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, আজ সকালে কাপাসিয়া উপজেলার মহিষাদামনা এলাকার আছমত আলী আকন্দের ছেলে সাড়ে তিন বছর বয়সী তামীম ও একই এলাকার মামুন মিয়া আকন্দের মেয়ে চার বছর বয়সী সোহানা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলা করার সময় ওই দুই শিশু পাশের বিলে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুরা সম্পর্কে চাচা-ভাতিজি। একই বাড়ির দুই শিশু পানিতে ডুবে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে একই দিন দুপুরে খেলা করার সময় শ্রীপুরের ভাওয়াল রাজবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিপন (৫) বাড়ির পাশের বিলে পড়ে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা জানিয়েছেন।
এ ছাড়া শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বাসুদেবপুর নানাইয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুম হোসেনের মেয়ে নীলা আক্তার (১৪) রোববার বিকেলে চাচাতো বোন ইলাসহ অন্যদের সঙ্গে বাড়ির পাশের পারুলী নদীর বিলে নৌকায় চড়ে বেড়াতে যায়। বিলে ঘুরে বেড়ানোর সময় চার আরোহীসহ হঠাৎ নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠে এলেও নীলা বিলের পানিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নীলাকে উদ্ধার করে সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার চাচাতো ভাই জহিরুল ইসলাম জানিয়েছেন।
নীলা স্থানীয় নানাইয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
শফিক জামান, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সরিষাবাড়ীর মহাদান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমত আলী জানান, আজ সোমবার দুপুরে সেঙ্গুয়া গ্রামের টুকন মিয়ার দেড় বছরের ছেলেশিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বন্যার পানিতে পড়ে ডুবে যায়। পরে বিকেলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এদিকে উপজেলার ডেয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের সুমন মিয়ার দুই বছরের মেয়েশিশু সাদিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ার চরে আজ সোমবার দুপুরে বন্যার পানিতে ডুবে আবদুর রহিমের সাড়ে চার বয়সী মেয়ে সীমা মারা যায়। বেলগাছা ইউপি চেয়ারম্যান আবদুল খালেক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ. ম সাজু, রাজশাহী : স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে পবা উপজেলার কাটাখালীর হাজরাপুকুর এলাকায় হাবিবুর রহমানের ছেলে শুভ (১০) ও রিয়াজুল ইসলামের মেয়ে মুক্তা (৬) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময় বাড়ি ফিরে না এলে দুই পরিবারের সদস্যরা তাদের খোঁজা শুরু করে। আশপাশে অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে আশপাশের লোকজন পুকুরের পানিতে নেমে তাদের খোঁজা শুরু করে। এরপর পুকুরের তলদেশ থেকে শুভ ও মুক্তার লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ছোট ভাটবাউর এলাকায় আজ সোমবার দুপুরে বন্যার পানিতে ডুবে সামিউল রহমান সামি (৩) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের নান্নু মিয়ার একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্বজন ও স্থানীয় লোকজন জানায়, স্ত্রী ও ছেলেকে নিয়েই নান্নুর সংসার। নান্নু টাইলসের দোকানে কাজ করেন। তাঁদের বাড়ির চারপাশে কয়েকদিন ধরে বন্যার পানি ঢুকেছে। এরই মধ্যে আজ দুপুর ১২টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু সামি। স্বজনরা তাকে আশপাশে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে ২টার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে খোঁজ করতে গেলে পায়ের সঙ্গে শিশুটির ছোয়া লাগে। তাকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে শিশুটির লাশ বাড়িতে আনা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক