সোনামসজিদ স্থলবন্দর সড়ক সংস্কারের দাবিতে ঘেরাও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/07/photo-1441644129.jpg)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে আজ সোমবার এলজিইডি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্ত সংলগ্ন শিয়ালমারা ও মির্জাপুর গ্রামের কয়েকশ মানুষ ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে এলজিইডি কার্যালয় ঘেরাও করে। এ সময় তাঁরা সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট থেকে শিয়ালমারা হয়ে মির্জাপুর পর্যন্ত সড়ক সংস্কার ও সড়ক প্রশস্তকরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের কয়েকজন জানান, সোনামসজিদ বন্দরের পানামা ইয়ার্ড থেকে ব্যাপকহারে আমদানি পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বেহালদশা হয়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
পরে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়।