হাঁটতে গিয়ে পা ভেঙে হাসপাতালে মন্ত্রী মেনন

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
প্রাতঃভ্রমণে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে গেছে সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডের বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
মন্ত্রী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু-তিন দিনের মধ্যে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার তৌহিদুর রহমান।
তৌহিদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, সমাজকল্যাণমন্ত্রী সকালে মিন্টো রোডের বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর পা পিছলে পড়ে যান। তাঁর বাঁ পায়ের জয়েন্টের একটি হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে তাঁকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরই মধ্যে এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন তিনি চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন।