গাজীপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু
গাজীপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। বুধবার বেলুন উড়িয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল মেলার উদ্বোধন করেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জহিরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রানীসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা, আইসিটি বিশেষজ্ঞ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ইন্টারনেট, ইমেইল, অনলাইন তথ্য বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা ও সরকারি কার্যালয়ের উদ্যোগে ১২টি স্টল সাজানো হয়।
এ ছাড়া একই দিন সকালে কালিয়াকৈর উপজেলা চত্বরে ডিজিটাল মেলার উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বক্তব্য দেন।
ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে ইন্টারনেট, ইমেইল, অনলাইন তথ্য বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা ও সরকারি কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈরে ২০টি স্টল সাজানো হয়। দুটি ডিজিটাল মেলাই শেষ হবে বৃহস্পতিবার।

নাসির আহমেদ, গাজীপুর