বাবুরহাটে অগ্নিকাণ্ড, অর্ধশত কাপড়ের দোকান ভস্মীভূত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/09/photo-1441819714.jpg)
দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাজারের থ্রি-পিছ পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ কোটি টাকার কাপড় পুড়ে গেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, শুক্র ও শনিবার সাপ্তাহিক হাটের দিন ছাড়া বাকি দিনগুলো বাবুরহাটের অধিকাংশ দোকান বন্ধ থাকে। সন্ধ্যা ৭টার দিকে হাটের আবদুল আজিজের কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা গলির অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের নরসিংদী, মাধবদী ও ঘোড়াশাল ইউনিটের কর্মী ও স্থানীয় লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে আগুনে গলির অর্ধশতাধিক দোকান ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হাটে ছুটে এসে দোকানের এই পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে।