স্কুলছাত্রীদের কানের দুল ছিনতাই, পরে পিটুনি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই স্কুলছাত্রীর কানের দুল খোলার সময় মাদকাসক্ত এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে দুই বছর কারাদণ্ডাদেশ দেন। আজ বুধবার শাহজাদপুর উপজেলার বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
দণ্ড পাওয়া রকিব আহমদের (৩০) বাড়ি শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ গ্রামে।
বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, আজ বুধবার বিদ্যালয়ের সামনেই দুই স্কুলছাত্রীকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে আড়ালে নিয়ে যায় মাদকাসক্ত যুবক রকিব। পরে তিনি ওই ছাত্রীদের কানের সোনার দুল খুলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাঁকে ধরে পিটুনি দেয়। পরে তাঁকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিদ্যালয়ে এসে যুবককে আটক করে নিয়ে যায় এবং তাঁর কাছ থেকে কিছু নেশা করার সামগ্রী উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদের সামনে হাজির করা হলে তিনি যুবককে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
ইউএনও শামীম আহমদ জানান, এই যুবক দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত। কয়েক মাস আগেও তাঁকে হেরোইন বিক্রির দায়ে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

অসীম মন্ডল, সিরাজগঞ্জ