ইটনায় ট্রলারডুবি, শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার এরশাদনগর বন্যা আশ্রয় কেন্দ্রের কাছে ট্রলারটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয়দের ঘণ্টাখানেকের সহায়তায় ট্রলারটি উদ্ধার হয়েছে। ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে দুপুরে কিশোরগঞ্জের চামড়া বন্দর থেকে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার শ্যামারচরের উদ্দেশে রওনা দেয়। পথে দুর্ঘটনার কবলে পড়লে শিশুটির মৃত্যু হয়, বাকি সব যাত্রী সাঁতরে তীরে উঠেছে।
অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক। আর কোনো নিখোঁজ নেই বলে তিনি জানান।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ