বাবুবাজারে বহুতল ভবনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, আমরা সকাল ৬টা ৪০ মিনিটে খবর পাই। সকাল ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় আমাদের ইউনিট। পরবর্তীতে আমাদের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা করে সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহজাহান হোসেন বলেন, ভবনটিতে একটি ব্যাগের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক