মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কা, কলেজছাত্রী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/11/photo-1441966088.jpg)
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী তুষি খাতুন (২১) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর মা ও ভাই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোদালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি জেলার শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউল ইসলামের মেয়ে। পুলিশ ট্রাক ও এর চালক জয়ন্ত কুমারকে আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রাম থেকে তুষি খাতুন ও তাঁর মা বড় ভাই রাজীব হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে পাশের হাটগোপালপুর বাজার এলাকায় নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তুষি খাতুন নিহত হন। আহত হন তাঁর মা ও ভাই রাজীব। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকসহ চালক জয়ন্তকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।