গাজীপুরের সেই কারখানায় আবারও ২০০ শ্রমিক অসুস্থ
মাত্র দুদিনের ব্যবধানে গাজীপুরের কোনাবাড়ী এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় আবারও প্রায় ২০০ তৈরি পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। এর আগে গত বুধবার কারখানার পানি পান করে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছিল।
কোনাবাড়ীর শরীফ ক্লিনিকে চিকিৎসাধীন কয়েক শ্রমিক জানান, গত বুধবার সকালে কারখানার পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছিল। এরপর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। দুদিন বন্ধ থাকার পর আজ যথারীতি শ্রমিকরা কাজে যোগ দেয়। সকাল ৯টার দিকে কয়েকজন নারীশ্রমিক হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। তারপর একের পর এক শ্রমিকরা মূর্ছা যেতে থাকে। পরে কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে শরীফ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. শরীফ আহমেদ জানান, এটা গণহিস্টিরিয়া রোগের লক্ষণ। এ রোগে একজন কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁর দেখাদেখি অনেকেই অসুস্থ হয়ে পড়ে।

নাসির আহমেদ, গাজীপুর