মুন্সীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক স্কুলছাত্রী। আজ রোববার ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের গজারিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। একই মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
ভবেবচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে উপজেলার মধ্য বাউশিয়া ইক্বরা আইডিয়াল একাডেমির ছাত্রী তাহমিনা আক্তার(৬) তার মায়ের সাথে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এমন সময় ঢাকাগামী একটি ট্রাক তাহমিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তাহমিনা মধ্যবাউশিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন নাইন মুন হোটেলের সামনে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান সার্জেন্ট।