৫ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/14/photo-1442236132.jpg)
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের সাত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা লাল পতাকা মিছিল করেছেন। রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে পাঁচদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় লাল পাতাকা নিয়ে মিছিল করেন এসব পাটকলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী।
পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে খালিশপুর শিল্প এলাকার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই পাটকলের শ্রমিকরা সকাল সাড়ে ৯টায় নিজেদের কারখানার গেটে এসে জড়ো হয়। পরে শ্রমিকরা বিশাল মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেন। ‘দুনিয়ার মজদুর এক হও, পাঁচ দফা ভিক্তিতে লড়তে হবে একসাথে, আমাদের দাবি আমাদের দবি, মানতে হবে মেনে নাও!’ শ্রমিকদের এই বুকফাটা স্লোগানে ভারী হয়ে ওঠে গোটা শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকা।
মিছিল শেষে খালিশপুরের ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিবিএর সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলাম, মোল্লা আ. রশিদ, ইউনুস হাওলাদার, জাহিদ হোসেন জাহাঙ্গীর, চান মিয়া সেলিম, রুহুল কুদ্দুস রিপন, হামিদ ফরুক, ইসমাইল হোসেন। প্লাটিনাম জুবিলী জুটমিল গেটের সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, মো. খলিলুর রহমান, শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, আশরাফ হোসেন, সহসভাপতি রুস্তুম আলী, মো. শাহ আলম, মনির হোসেন, বেল্লাল হোসেন।