ইউপিডিএফ নেতাকে অস্ত্রসহ আটকের দাবি
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা এবং বাঘাইছড়ি ইউনিটের প্রধান দেবদন্ত ত্রিপুরাকে (৩৮) অস্ত্র ও গুলিসহ আটকের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
দেবদন্ত খাগড়াছড়ির ভাইবোনছড়ার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী দেবদন্তকে অস্ত্র ও গুলিসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান জানান, দেবদন্ত ত্রিপুরা বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলে করে দীঘিনালায় আসার পথে কবাখালি এলাকায় সেনা সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ২২ বোরের পিস্তল, ছয়টি গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এদিকে ইউপিডিএফের প্রধান প্রসিত বিকাশ খীসা আজ এক বিবৃতিতে দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।